ভিভো ভি ২৫ ৫জি এর দাম কত | Vivo V25 5G Price in Bangladesh 8/256 GB
Vivo V25 5G Price in Bangladesh - আজকে আমি আপনাদের সাথে যে মোবাইল নিয়ে কথা বলবো তা হলো Vivo ব্র্যান্ডের মোবাইল। Vivo বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আপনার সাথে এখন আমি শেয়ার করব Vivo ব্র্যান্ড এর নতুন একটি মডেল। এই মডেলটি হলো Vivo V25 5G । আপনাদের সুবিধার্থে Vivo V25 5G মোবাইলটির সঠিক দাম এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো ।
Vivo V25 5G সম্পূর্ণ স্পেসিফিকেশন
প্রথম রিলিজ - 21 সেপ্টেম্বর, 2022
রং: এই মোবাইলটিতে রং হবে এলিগ্যান্ট ব্ল্যাক, সানরাইজ গোল্ড, সার্ফিং ব্লু।
নেটওয়ার্ক: 2G, 3G, 4G, 5G নেটওয়ার্ক ।
সিম: হাইব্রিড ডুয়াল ন্যানো সিম ।
ডিসপ্লে:
Vivo V25 5G এই মোবাইলটিতে ডিসপ্লে ৬.৪৪ ইঞ্চি ও রেজোলিউশন ফুল HD+ ১০৮০ x ২৪০৪ পিক্সেল (৪০৯ পিপিআই)।
ক্যামেরা:
Vivo V25 5G মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে ট্রিপল 64+8+2 মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ 4K আল্ট্রা এইচডি।
সেলফি ক্যামেরায় থাকবে ৫০ মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ 4K আল্ট্রা এইচডি।
কর্মক্ষমতা:
Vivo V25 5G মোবাইলটিতে প্রসেসর অক্টা কোর, 2.4 GHz পর্যন্ত ও জিপিইউ Mali-G68 MC4 । এই মোবাইলটিতে চিপসেট রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১২।
স্টোরেজ:
Vivo V25 5G মোবাইলটিতে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম ।
ব্যাটারি:
Vivo V25 5G মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৪৫০০ mAh (অ অপসারণযোগ্য) ও 44W দ্রুত চার্জিং (30 মিনিটে 61%)।

ভিভো ভি ২৫ ৫জি এর দাম কত | Vivo V25 5G Price in Bangladesh 8/256 GB
বাংলাদেশে Vivo V25 5G মোবাইলের অফিশিয়াল দাম ৪৭ ,৯৯৯ টাকা ( ৮+২৫৬) ।
Vivo V25 5G এই মোবাইলের সাথে পাচ্ছেন ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। আপনাদের বাজেট যদি ৪৭,০০০ বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনাদের বাজেট অনুযায়ী Vivo V25 5G মডেল এর মোবাইলটি ভালো হবে।
